নেদারল্যান্ডস সরকার নর্থ সি অঞ্চলে নিরাপত্তা জোরদারে সাময়িকভাবে ব্যক্তিগত প্রতিষ্ঠানের অতিরিক্ত কর্মী ও সরঞ্জাম ব্যবহার করার পরিকল্পনা করেছে। বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
ডাচ সামরিক গোয়েন্দা সংস্থা এমআইভিডি জানিয়েছে, রাশিয়া নর্থ সি অঞ্চলের গ্যাস পাইপলাইন, উইন্ডমিল ও ডেটা হাবগুলোর ওপর নাশকতার চেষ্টা করতে পারে। গত বছর এই অঞ্চলের অবকাঠামো নিয়ে রাশিয়ার এমন পরিকল্পনার প্রমাণ পাওয়া গিয়েছিল।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, নৌবাহিনীর দুটি নতুন মাল্টিফাংশনাল সাপোর্ট ভেসেলের আগমন পর্যন্ত এই সাময়িক ব্যবস্থা কার্যকর থাকবে। এগুলো ২০২৬ সালে চালু হবে বলে আশা করা হচ্ছে।
নর্থ সি অঞ্চলের ডাচ অংশটি নেদারল্যান্ডসের স্থলভাগের দেড় গুণ বড়। এটি বিশ্বের অন্যতম ব্যস্ততম নৌপথ।
এই সপ্তাহের শুরুতে বাল্টিক সাগরে দুটি সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবল বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া যায়। এর একটি ফিনল্যান্ড ও জার্মানির মধ্যে যোগাযোগ স্থাপন করে। এসব ঘটনা নাশকতার সন্দেহ আরও বাড়িয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল