গাইবান্ধা পৌরসভার বাজেট বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) বিকেলে এসকেএস ফাউন্ডেশনের রাইজিং ফর রাইটস প্রজেক্ট ও ইএসডিওর সহযোগিতায় পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ-পরিচালক ও গাইবান্ধা পৌরসভার প্রশাসক মো. শরিফুল ইসলাম এ সভায় সভাপতিত্ব করেন। পৌরসভার বাজেট বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, 'নাগরিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা, যানজট নিরসন, জলাবদ্ধতা দূর করা, রাস্তা সংস্কার ও নতুন রাস্তাঘাট তৈরি, দৃষ্টিনন্দন সড়কবাতি, পৌরপার্ক, ঘাঘট লেক, সড়ক বিভাজকসহ শহরের বিভিন্ন পাবলিক প্লেস দৃষ্টিনন্দন করার বিষয়ে উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে আমাদের বিভিন্ন কাজ চলমান রয়েছে। আগামীতে আমরা পৌরবাসীকে একটি স্মার্ট পৌরসভা উপহার দিতে পারব।'
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিএলসিসি’র সদস্য ও গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক খোরশেদ আলম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, জেলা শিক্ষা অফিসার রোকসানা বেগম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল হানিফ সরদার, নির্বাহী প্রকৌশলী রেজাউল হক, এসকেএস ফাউন্ডেশনের রাইজিং ফর রাইটস প্রজেক্টের সমন্বয়কারী জেভিয়ার স্কু ও অ্যাডভোকেসি স্পেশালিস্ট শফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম।
এছাড়াও টিএলসিসি’র অন্যান্য সদস্য, পৌরসভার কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ আরও অনেকে এ সভায় অংশ নেন।
বিডি প্রতিদিন/এমএস