যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন জেরার্দো তাতা মার্তিনো। ইএসপিএনের সূত্র অনুসারে, চুক্তির এক বছর বাকি থাকা সত্ত্বেও আর্জেন্টাইন কোচ দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এখন পর্যন্ত অবশ্য ক্লাব কিংবা মার্তিনো কোনো পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবে বিভিন্ন গণমাধ্যমে মঙ্গলবারের খবর, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন ৬১ বছর বয়সী এই কোচ।
মার্তিনোর কোচিংয়ে চলতি মৌসুমে সাপোর্টার শিল্ড জিতেছিল ইন্টার মায়ামি। কিন্তু মেজর লিগ সকারের প্লে অফের প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়ে তারা অ্যাটলান্টা ইউনাইটেডের বিপক্ষে হেরে।
আগামী শুক্রবার একটি সংবাদ সম্মেলন আয়োজন করবে ইন্টার মায়ামির। সেখানে মার্তিনো ও ক্লাবের ঊর্ধ্বতন কর্তাদের কথা বলার কথা রয়েছে।
মেক্সিকো জাতীয় দলে তিন বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর ২০২৩ সালের জুনে ইন্টার মায়ামির প্রধান কোচ হিসেবে যোগ দেন মার্তিনো। চার দশকের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে মেক্সিকো বিদায় নিলে দায়িত্বটি ছেড়ে দেন তিনি। মার্তিনো দায়িত্ব নেওয়ার পর ২০২৩ সালে লিগস কাপ জেতে ইন্টার মায়ামি।
বিডি প্রতিদিন/এমএস