দীর্ঘদিনের ডলার সংকট থেকে বের হয়ে কিছুটা স্বস্তি ফিরেছে ব্যাংকগুলোতে। তবে খোলাবাজারে এখনো আকাশছোঁয়া দামে লেনদেন হচ্ছে ডলার। কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত দরে পাওয়া যাচ্ছে না ডলার। দেড় বছর আগে শুরু হওয়া ডলার সংকট এখনো সম্পূর্ণ কাটেনি। মুদ্রা বাজারের অস্থিরতাও যায়নি। যে কারণে আমদানিকারকরা এখনো চাহিদা মতো ঋণপত্র (এলসি) খুলতে পারছেন না। তবে ব্যাংকগুলোতে ডলারের মজুত কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন ব্যাংকাররা। মজুত বাড়লেও বাজারে দর কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আমদানি ঋণপত্র (এলসি) খুলতে হলে ব্যবসায়ীদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। খোলাবাজারে ১২৪ টাকার নিচে ডলার পাওয়া যাচ্ছে না। গত প্রায় দেড় বছর ধরে ডলার সংকটে অনেক ব্যাংক কোনো ধরনের বৈদেশিক মুদ্রা লেনদেন করতে পারেনি। বাজার স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় ব্যাংক নানা উদ্যোগ নেয়। এর মধ্যে আমদানি এলসিতে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়। এতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে ডলার দরে কোনো প্রভাব পড়েনি। এর মধ্যে গত কয়েক মাস ধরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। চলতি নভেম্বর মাসের প্রথম ১৬ দিনে দেশে ১২৫ কোটি ৫১ লাখ ৩০ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স এসেছে। দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৮৪ লাখ ডলার। গত অক্টোবর মাসে দেশে প্রায় ২৪০ কোটি (২ দশমিক ৪০ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স আসে। অক্টোবরে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স আসে ৭ কোটি ৭৩ লাখ ডলার। একক মাস হিসেবে গত বছরের তুলনায় চলতি বছরের অক্টোবরে রেমিট্যান্স বেড়েছে? ২১ শতাংশ। গত বছরের অক্টোবরে রেমিট্যান্স এসেছিল ১৯৭ কোটি ডলার। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে এসেছে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে এসেছে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ৮৯৩ কোটি ৭৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। রেমিট্যান্সের ওপর ভর করেই মূলত ব্যাংকগুলোর ডলার মজুত কিছুটা বেড়েছে। তবে এতে খোলা বাজারে ডলার দরে কোনো প্রভাব দেখা যায়নি। বরং গত এক মাসের ব্যবধানে দর কিছুটা বেড়েছে। অভিযোগ রয়েছে, নতুন একটি সিন্ডিকেট বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। গত বছরের নভেম্বরের খোলা বাজারে ডলারের দাম ১২৬ টাকার ওপরে পৌঁছেছিল। ৮ মে মার্কিন ডলারের বিনিময় হার নির্ধারণের জন্য ‘ক্রলিং পেগ’ পদ্ধতি চালু না হওয়া পর্যন্ত ডলারের দর ছিল ১২১ থেকে ১২৩ টাকা। ‘ক্রলিং পেগ’ সিস্টেম চালু হওয়ার পরে, এটি ১২০ টাকায় নেমে আসে। বাজার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক আন্তব্যাংক মুদ্রা বাজারে প্রতি ডলার রেট ১১৮ টাকা থেকে ১১৯ টাকা নির্ধারণ করেছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির আগ পর্যন্ত ডলারের দর ছিল ১২০ টাকার নিচে। চলতি সপ্তাহে খোলা বাজারে ডলারের দাম বেড়ে ১২৪ টাকা থেকে ১২৫ টাকা পর্যন্ত কেনাবেচা হতে দেখা গেছে। তবে গতকাল ১২৩ দশমিক ৫০ টাকায় কোথাও কোথাও বিক্রি হয়েছে বলে জানিয়েছেন খোলা বাজার ব্যবসায়ীরা। জানতে চাইলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ডলার সংকটে ব্যাংকগুলোতে যে অস্থিরতা ছিল সেটা এখন নেই। বেশির ভাগ ব্যাংকে এখন ডলার পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রির পরিবর্তে কিনছে। এতে রিজার্ভ বাড়ছে। রেমিট্যান্স প্রবাহ বাড়তে থাকায় ডলারের সংকট এখন নেই। ব্যাংকগুলো এলসি অতিরিক্ত চার্জ করছে না। এটাকে ইতিবাচক হিসেবে দেখতে হবে। তাই খোলা বাজারে দর বেশি থাকলেও দ্রুত সেটাও কমে আসবে।
শিরোনাম
- ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়লেন সাকিব
- ডক্টরেট ডিগ্রি পেলেন মঈন আলী
- বেতন বৃদ্ধির দাবিতে নাসিকের নগর ভবন ঘেরাও
- বাংলাদেশে মুক্তি পাচ্ছে না ‘পুষ্পা ২’
- এআর রহমানের পর তার টিমের গিটারিস্ট মোহিনীর বিচ্ছেদ
- লিভিংস্টোনকে টপকে আবারও শীর্ষে পান্ডিয়া
- ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২৪ বাংলাদেশি কিশোরী
- দাফনের চারমাস পর আন্দোলনে নিহত সোহাগের লাশ উত্তোলন
- শিক্ষার্থী আফসানা নিহতের ঘটনায় জাবিতে দিনভর বিক্ষোভ
- খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দ্রুত যুক্তরাজ্যে পাঠানো হবে : ফখরুল
- সালমানের বাসায় গুলি, যুক্তরাষ্ট্র থেকে আনমোল বিষ্ণোই গ্রেফতার
- ইন্টার মায়ামির দায়িত্ব ছাড়লেন মার্তিনো
- দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ, ‘হোম অফিস’ করবেন সরকারি কর্মীদের একাংশ
- কলাপাড়ায় বিশ্ব শিশু দিবস পালিত
- ফরিদপুরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় গ্রেফতার ১
- টেনিসে শেষ হলো নাদাল অধ্যায়
- ডাকাতি করতে এসে মা-ছেলেকে হত্যা, ৩ আসামির মৃত্যুদণ্ড
- নড়াইলে শিশু হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
- ফুলপুরে বিশেষ ক্ষমতা আইনে প্রধান শিক্ষক আটক
- আমাদের শিক্ষাব্যবস্থা উদ্যোক্তা নয় চাকরিপ্রার্থী তৈরি করে: প্রধান উপদেষ্টা
প্রকাশ:
০০:০০,
বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
ব্যাংকে সংকট কাটলেও উচ্চ দর খোলাবাজারে
আলী রিয়াজ
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
সিলেটের কুলাউড়া স্টেশনে ট্রেনে শিক্ষার্থী ও শিক্ষক হেনস্থার প্রতিবাদে সংবাদ সম্মেলন
১ ঘন্টা আগে | নগর জীবন
ব্রিটিশ স্টর্ম শ্যাডো মিসাইল ব্যবহার করে প্রথমবারের মতো রাশিয়ার ভেতরে হামলা
২ ঘন্টা আগে | পূর্ব-পশ্চিম