আসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে লিভিংস্টোনকে টপকে আবারও শীর্ষস্থানে হার্দিক পান্ডিয়া। এ নিয়ে দ্বিতীয় বারের মত ১ নম্বর হয়েছে ভারতীয় এই অলরাউন্ডার। বুধবার পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আহামরি পারফরম্যান্স করেননি হার্দিক পান্ডিয়া। তবে ব্যাট ও বল হাতে দলের সিরিজ জয়ে যতটুকুই অবদান রেখেছেন, তাতেই র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য লাফ দিয়েছেন তিনি। সব মিলিয়ে পান্ডিয়ার রেটিং এখন ২৪৪।
এর আগে ১ নম্বরে ছিলেন লিভিংস্টোন। তবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজ শেষে ২৩০ রেটিং পয়েন্টে ইংলিশ অলরাউন্ডারের অবস্থান এখন তিনি ৩ নম্বরে। ২৩১ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থান ধরে রেখেছেন নেপালের দীপেন্দ্র সিং ঐরী।
পান্ডিয়া ছাড়াও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ভারতের আরও কয়েকজন খেলোয়াড়ের। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ সেঞ্চুরিসহ মোট ২৮০ রান করা তিলক ভার্মা এগিয়েছেন ৬৯ ধাপ। ব্যাটসম্যানদের মধ্যে তাঁর অবস্থান এখন তিনে।
ব্যাটিংয়ের শীর্ষ দুটি জায়গায় যথারীতি অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ইংল্যান্ডের ফিল সল্ট। টি-টোয়েন্টি বোলারদের ১ ও ২ নম্বরও অপরিবর্তিত। শীর্ষে ইংল্যান্ডের আদিল রশিদ, দুইয়ে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
বিডি প্রতিদিন/এমএস