নভেম্বর-ডিসেম্বরে শ্রীলঙ্কা সফরে তিনটি ওয়ানডে ও টেস্ট ঘরানার দুইটি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। বৃহস্পতিবার শ্রীলঙ্কায় যাওয়ার কথা রয়েছে তাদের। ঠিক এক দিন আগে এই সফরের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৬ সদস্যের মূল দলের সঙ্গে রয়েছেন তিন লেগ স্পিনার। সাত বিশেষজ্ঞ ব্যাটারের সঙ্গে তিন অলরাউন্ডার ও ছয় বোলার আছে বাংলাদেশের এই দলে। অতিরিক্ত রাখা হয়েছে আরও চার ক্রিকেটারকে।
এবারের এই সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব থাকবেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের কোচ আবদুল করিম জুয়েল। কোচিং প্যানেলে আরও রয়েছেন সাবেক দুই ক্রিকেটার তুষার ইমরান ও হাসিবুল হোসেন।
আগামী ২৪ নভেম্বর থেকে মাঠে গড়াবে ৫০ ওভারের সিরিজ। পরের দুই ম্যাচ হবে ২৬ ও ২৮ নভেম্বর। এরপর ২ ডিসেম্বর শুরু হবে তিন দিনের প্রথম ম্যাচ। তিন দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ৭ ডিসেম্বর। সিরিজ শেষে ৯ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ দলের।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল : ফেরদৌস কবির, হৃদয় হোসেন, ফারহান সাদিক, আবদুল্লাহ আল মুহি, আদৃত ঘোষ, রকিবুল হোসেন, রাকিব খান, মাহিনউজ্জামান মাহবির, আহসানুল হক মাহিম, শেখ আতিকুর রহমান আকাশ, আল আমিন হোসেন, আব্দুর রহিম, মাহির ইশমাম চৌধুরি, ইমরান হোসেন, আল রাফি ও সৌরভ কর্মকার।
স্ট্যান্ডবাই : আহসানুল মুমিন, ফাইয়াজ রহমান, মোবাসশির ইসলাম মুনেম ও কাওসার আহমেদ।
বিডি প্রতিদিন/ইই