সাম্য ও মানবিক বাংলাদেশ বির্নিমাণে ‘শিক্ষার্থীদের চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ’ বিষয়বস্তুকে সামনে রেখে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে পিরোজপুরে সংবাদ সম্মেলন করেছে কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ।
বুধবার বিকাল চারটায় পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি রিয়াদ রহমান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায় করতে হবে। বাংলাদেশের জনগণ গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বপ্ন ও প্রত্যয় নিয়ে অগণিত শহীদের প্রাণের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে যে রাষ্ট্র গড়ে তুলেছিল, দেড় দশক ধরে সেই রাষ্ট্রের জনগণ আজ অধিকারহীন, রাষ্ট্রের মালিকানা আজ তাদের হাতে নেই। সম্প্রতি ক্ষমতাচ্যুত অগণতান্ত্রিক, সর্বগ্রাসী, কর্তৃত্ববাদী, সরকার এ দেশের মৌলিক কাঠামো ধ্বংস করে দিয়ে চলে গেছে। অবিলম্বে এই ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র কাঠামো মেরামত ও পুনর্গঠনের কোনও বিকল্প নেই।
ছাত্রদলের সহ-সভাপতি রিয়াদ রহমান আরও বলেন, জনগণের হাতে রাষ্ট্রের অধিকার আর মালিকানা ফিরিয়ে দিতে প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। তাহলেই গণতান্ত্রিক শক্তির জয়লাভ হবে।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার অপসারণ আন্দোলনের সফলতার পরবর্তীতে সেই আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি জনকল্যানমূলক জাতীয় ঐকমত্যের সরকার প্রতিষ্ঠা জরুরি। সরকারের প্রাথমিক কাজ হবে ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র কাঠামো মেরামত ও পুনর্গঠন করা।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও জুয়েল হোসেন, পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান শাহিন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/একেএ