রাজবাড়ীর সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর গ্রামে দীর্ঘ ৬০ বছরের সংসার শেষে প্রায় একই দিনে মৃত্যুর ইচ্ছা পূরণ হয়েছে এক দম্পতির।
তারা হলেন- আব্দুল কাদের শেখ (৮৫) ও জাহানারা বেগম (৭৫)। তাদের দাফনও হয়েছে পাশাপাশি।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে স্ত্রী জাহানার বেগমের মৃত্যু হয়। এর ১৩ ঘণ্টার ব্যবধানে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মারা যান স্বামী আব্দুল কাদের শেখ।
নিহতের স্বজনেরা জানান, আব্দুল কাদের ও জাহানারা বেগম দম্পতির জীবদ্দশতায় চাওয়া ছিল তাদের মৃত্যু যেন একই দিন হয়। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মঙ্গলবার বিকালে আব্দুল কাদের ও তার স্ত্রী জাহানারা বেগমকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। আলাদা ওয়ার্ডে ভর্তি করা হয় তাদের।
মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহানারা বেগম। মৃত্যুর খবরে ভেঙে পড়েন আব্দুল কাদের। ১৩ ঘণ্টার ব্যবধানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনিও। পরে তাদের মরদেহ আলাদিপুর এক নম্বর কলোনির হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এনে জানাজার নামাজ পড়ানো হয়। এরপর আব্দুল কাদেরের বসতভিটা আলাদিপুর এক নম্বর কলোনি গুচ্ছগ্রামের পাশের করবস্থানে পাশাপাশি দফন করা হয় এই দম্পতিকে।
আব্দুল কাদেরের ছেলে লফিত শেখ বলেন, ৬০ বছরের সংসার জীবন ছিল আমার বাবা-মায়ের। তাদের মধ্যে অনেক মিল ছিল। তাদের চাওয়া ছিল একসঙ্গে যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারেন। রাতে মায়ের মৃত্যুর খবর শোনার পর বাবা চিৎকার করে মাকে উদ্দেশ্যে করে বলছিলেন, তুমি আমাকে ছেড়ে চলে গেলে। আমিও তোমার কাছে আসতেছি। সকালে বাবা পৃথিবী থেকে বিদায় নিলেন। সবাই আমার বাবা-মায়ের জন্য দোয়া করবেন।
আব্দুল কাদেরের প্রতিবেশী খোরশেদ আলম বলেন, কাদের ভাই ও তার স্ত্রী বেঁচে থাকতে সব সময় কামনা করতেন একসঙ্গেই যেন তাদের মৃত্যু হয়। মরণের পরও পাশাপাশি করবে থাকতে চেয়েছিলেন তারা। অবশেষে অলৌকিকভাবে তাদের সেই ইচ্ছা পূরণ হয়েছে। ১৩ ঘণ্টার ব্যবধানে তার পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।
আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কার ছিদ্দিক বলেন, ঘটনাটি বিস্ময়কর। স্বামী-স্ত্রীর একই দিনে স্বাভাবিক মৃত্যু তেমন দেখা যায় না। পারিবারিক জীবনে এই দম্পতি অনেক সুখেই দিন কাটিয়েছেন।
বিডি প্রতিদিন/একেএ