খুলনা নগরীর রূপসা শিল্পাঞ্চলে ৩ দশমিক ৫৯ একর জমিতে হাইটেক পার্কের নির্মাণকাজ বন্ধ হয়ে গেছে। ৫ আগস্টের পর নির্মাণকাজে নিয়োজিত ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান লার্সেন অ্যান্ড টুবরো কাজ ফেলে চলে গেছে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছিল ২০১৭ সালের ১ জুলাই থেকে ২০২৪-এর ৩০ জুন পর্যন্ত। কিন্তু ধীরগতিতে নির্মাণকাজে বর্তমানে কাজ শেষ হয়েছে মাত্র ৩৬ শতাংশ। সরেজমিন দেখা যায়, প্রকল্প স্থলে প্রধান ফটক তালাবদ্ধ রেখে ভিতরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ফটকের পাশে টানানো কাজের বিবরণ ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম সাদা রং দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ভিতরে এলোমেলো পড়ে আছে নির্মাণসামগ্রী। কাজ বন্ধের আগে স্টিল স্ট্রাকচারের ৭ তলা ভবনের মাত্র ৩ তলা পর্যন্ত ছাদ ঢালাই দেওয়া হয়েছে। বাকি ৪ তলার কাজ, কক্ষ নির্মাণ, সিনেপ্লেক্স ভবনসহ প্রকল্পের ৬৪ শতাংশ কাজ আটকে গেছে। এ অবস্থায় প্রকল্পটির নির্মাণকাজ দ্রত শুরুর দাবি জানিয়েছেন সচেতন নাগরিকদের সংগঠন খুলনা নাগরিক সমাজ। সংগঠনের সদস্যসচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, ১৭০ কোটি টাকার প্রকল্প নির্মাণকাজে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রকল্পের কাজ দীর্ঘদিন পড়ে থাকলে সম্পদের অবচয় ও অপচয়ের কারণে স্থায়িত্ব হারাবে। প্রকল্পের কাজ শেষ না হলে ইতিপূর্বে ব্যয় হওয়া বিপুল পরিমাণ অর্থ অপচয় হবে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ জমিও অব্যবহৃত থেকে যাবে।
জানা যায়, আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে খুলনার মানুষের মধ্যে জ্ঞান-বিজ্ঞানের চর্চা, প্রযুক্তিগত জ্ঞান আহরণ এবং প্রয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০১৭ সালে খুলনার রূপসার দাদা ম্যাচ ফ্যাক্টরির জমিতে হাইটেক পার্ক নির্মাণে উদ্যোগ নেওয়া হয়। ২০২২ সালের নভেম্বরে প্রকল্পের কাজ শুরু হয়। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ২০২৭ সাল পর্যন্ত প্রকল্পের বাস্তবায়নকাল বৃদ্ধির জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠিয়েছে।