রাশিয়ার সাম্প্রতিক পরমাণু নীতি পরিবর্তন নিয়ে উদ্বেগের তেমন প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন সাবেক রুশ কূটনীতিক বরিস বন্ডারেভ। মঙ্গলবার আল আরাবিয়া নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যদি পুতিন এবং তার সেনাপতিরা কখনো সত্যিকারের পরমাণু অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেন, তখন তারা কোনো নীতিমালা বা ডকট্রিনের দিকে তাকাবেন না।
বন্ডারেভ আরও বলেন, পুতিন এবং তার ঘনিষ্ঠ গোষ্ঠীর প্রধান লক্ষ্য ক্ষমতা ধরে রাখা। এই যুদ্ধ সম্পূর্ণ পুতিনের ব্যক্তিগত ক্ষমতা ধরে রাখার জন্য। তিনি বিশ্বাস করেন, তার একমাত্র হুমকি পশ্চিমা দেশগুলো থেকে আসছে, বলেন তিনি।
তিনি জানান, পুতিন কখনোই এমন একটি ঝুঁকি নিতে চান না, যার ফলস্বরূপ তার জীবন হুমকির মুখে পড়তে পারে। তিনি কোনো ধর্মীয় নেতা বা উন্মাদ নন। তিনি একজন বিলাসী শাসক। তার জীবনের বাকিটা সময় ভিলা, প্রাসাদ এবং পরিবারের সাথে কাটানোর ইচ্ছা রয়েছে, বলেন বন্ডারেভ।
রাশিয়া বহুবার পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিলেও তা শেষ পর্যন্ত কার্যকর হয়নি। বরিস বন্ডারেভের মতে, পুতিনের হুমকি মূলত ভয় দেখানোর কৌশল। তার আসল লক্ষ্য পশ্চিমাদের চাপে তার শাসন টিকিয়ে রাখা। বর্তমান পরিস্থিতিতে, বিশেষজ্ঞরা পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনাকে ক্ষীণ বলে মনে করছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল