যুক্তরাষ্ট্রের বিশেষ দূত আমোস হোচস্টাইন জানিয়েছেন, তিনি লেবাননের স্পিকার নাবিহ বেরির সাথে দ্বিতীয় বৈঠকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের পর এবার ইসরায়েলে সফর করবেন। এই সফরের লক্ষ্য হলো ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধবিরতি আলোচনার সমাপ্তি টানা।
বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে হোচস্টাইন বলেন, আমি নতুন যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে যুদ্ধবিরতি প্রচেষ্টা চালিয়ে যাব। ইরান-সমর্থিত হিজবুল্লাহ এবং ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষ শেষ করতে এই প্রচেষ্টা নেওয়া হচ্ছে।
গত এক বছরেরও বেশি সময় ধরে চলমান এই সংঘাত গত দুই মাসে আরও তীব্র হয়েছে। বিশেষত, ইসরায়েলি বাহিনী লেবাননে বোমাবর্ষণ বাড়িয়েছে। হোচস্টাইনের মতে, শান্তি স্থাপনে এই উদ্যোগ অত্যন্ত জরুরি।
মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার সংঘাত দীর্ঘমেয়াদী সমস্যা হিসেবে পরিচিত। ইরান-সমর্থিত হিজবুল্লাহ দীর্ঘদিন ধরে লেবাননের একটি প্রধান সামরিক ও রাজনৈতিক শক্তি। যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় এই সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমোস হোচস্টাইনের সফর এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল