দক্ষিণ লেবাননে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
মঙ্গলবার জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল (ইউএসজি) জিন-পিয়েরে ল্যাক্রোইক্স পরিস্থিতিটিকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জি পিয়েরে ল্যাক্রোইক্স বলেন, “লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী (ইউএনআইএফআইএল) বর্তমানে ‘খুব চ্যালেঞ্জিং ও কঠিন পরিস্থিতিতে’ কাজ করছে। ইউএনআইএফআইএল তার সমস্ত অবস্থানে রয়ে গেছে এবং বেশ কয়েকটি কাজ করছে।”
তিনি উল্লেখ করেন, অস্থির পরিবেশ জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর কার্যক্রমকে সীমিত করেছে। মঙ্গলবার শান্তিরক্ষীদের সঙ্গে সংঘর্ষ, গুলি বিনিময় ও বিমান হামলার মতো তিনটি পৃথক ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
ল্যাক্রোইক্স বলেন, “হামলার মাত্রা, ধ্বংসের মাত্রা, বাস্তুচ্যুতি, প্রাণহানির মাত্রা সত্যিই ভয়ঙ্কর।”
অবিলম্বে শত্রুতা বন্ধ করার আহ্বান জানিয়ে ও বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক মানবিক আইনকে সম্মান করার গুরুত্বের ওপর জোর দেন তিনি।
তিনি বলেন, “আমাদের কাছে এমন কিছু ভিডিও রয়েছে, যেগুলো শান্তিরক্ষীদের ওপর ইচ্ছাকৃত হামলার ইঙ্গিত দেয়।”
লেবাননে ইসরায়েলের সাদা ফসফরাস ও ক্লাস্টার যুদ্ধাস্ত্র ব্যবহারের প্রতিবেদন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ল্যাক্রোইক্স রিপোর্টগুলোর সত্যতা নিশ্চিত করেন। তিনি জোর দিয়ে বলেন, “এই অস্ত্রগুলো এমন পরিস্থিতিতে ব্যবহার করা উচিত নয় যেখানে বেসামরিক জনগণ সম্ভাব্যভাবে প্রভাবিত হয়।”
তিনি আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার জন্য ও বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য জাতিসংঘের আহ্বান পুনর্ব্যক্ত করেন। তিনি আরও যোগ করেন, “দুর্ভাগ্যবশত আমরা যা দেখছি তা হলো, এই আহ্বানগুলোতে মনোযোগ দেওয়া হচ্ছে না।” সূত্র: আনাদোলু এজেন্সি
বিডি প্রতিদিন/একেএ