জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, গত মাসে ইরানের পারচিন সামরিক স্থাপনার কোনো পরমাণু কেন্দ্র বা তাতে সংরক্ষিত পরমাণু উপাদানে ইসরায়েলের হামলা হয়নি। বুধবার ভিয়েনায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর আগে এক বক্তব্যে পারচিনে ইরানের ‘পরমাণু কর্মসূচির একটি বিশেষ উপাদান’ ধ্বংস করার দাবি করেছিলেন।
গ্রোসি জানান, ইরান তার ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ সীমিত করতে সম্মত হয়েছে। এটি একটি ইতিবাচক দিক এবং আমরা যাচাই করেছি। তবে তিনি সতর্ক করেন, ভবিষ্যতে পরিস্থিতি বদলাতে পারে।
আইএইএর সাথে ইরানের সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জের কথা তুলে ধরে গ্রোসি বলেন, অনেক কাজ বাকি রয়েছে।
২০১৫ সালের একটি চুক্তির আওতায় ইরান তার পরমাণু কর্মসূচি সীমিত করতে রাজি হয়েছিল। তবে চুক্তি ভেঙে যাওয়ার পর থেকে তেহরান পরমাণু কার্যক্রম বাড়িয়েছে। ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করে তেহরান এখন পরমাণু অস্ত্র তৈরির প্রায় কাছাকাছি অবস্থানে রয়েছে।
আইএইএ এর দাবি অনুযায়ী, ইরানই একমাত্র দেশ যারা পারমাণবিক অস্ত্রহীন অবস্থায় এত উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। যদিও ইরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে।
বিডিপ্রতিদিন/কবিরুল