রাশিয়ার সম্ভাব্য হামলার আশঙ্কায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার বিমান হামলার সুনির্দিষ্ট সতর্কবার্তা পাওয়ার পর জরুরি ভিত্তিতে দূতাবাস বন্ধ করে কর্মীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের মাধ্যমে ইউক্রেন প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। গতকাল, যুদ্ধের এক হাজারতম দিনে এ হামলা চালানো হয়। আগেই রাশিয়া হুঁশিয়ারি দিয়েছিল, এমন পরিস্থিতিতে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। সাম্প্রতিক এই হামলার ফলে যুদ্ধ আরও ভয়াবহ সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা সুনির্দিষ্ট তথ্য পেয়েছি যে, বুধবার বিমান হামলা হতে পারে। তাই কর্মীদের নিরাপত্তার স্বার্থে দূতাবাস সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মার্কিন নাগরিকদেরও নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে।
বিমান হামলার সতর্কবার্তা ঘোষণার সঙ্গে সঙ্গেই দূতাবাসের কর্মীদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে কিয়েভে অবস্থানরত মার্কিন নাগরিকদের যেকোনো জরুরি পরিস্থিতির জন্য নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের হামলার জেরে সংঘাতের মাত্রা বাড়তে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা সতর্ক করছেন। যুদ্ধের এই নতুন ধাপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল