সিলেট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভারতীয় রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলসহ প্রায় ৭০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। বুধবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানানো হয়। চোরাইপণ্য জব্দের সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।
বিজিবি জানায়, ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালায় বিজিবির টহল দল। এসময় ভারতে পাচারের জন্য রাখা বিপুল পরিমাণ রসুন এবং ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা একটি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল ও সুপারি জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ৭০ লাখ ৩ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিডি প্রতিদিন/এএম