সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (১৮ নভেম্বর) ও আগের দিন সোমবার অভিযান চালিয়ে বিজিবি-১৯ ও বিজিবি-৪৮ ব্যাটালিয়ন সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা এসব ভারতীয় পণ্য জব্দ করে।
বিজিবি- ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খোন্দকার মো. আসাদুন্নবী জানান, সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স, চিনি, গরু-মহিষ, চা পাতা ও মাদক জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ৪৮ লাখ ৪২ হাজার ৭৫০ টাকা।
অন্যদিকে, বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান জানান, সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ী, শাল, কসমেটিক্স, কম্বল, অলিভ ওয়েল, রসুন ও মাদক জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ১ কোটি ৪১ লক্ষ ৬২ হাজার ১৭০ টাকা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ