পাকিস্তানের ব্যান্ড ‘জাল’র পর আরেকটি ব্যান্ড আসছে বাংলাদেশে। দলটির নাম ‘কাভিশ’। এই প্রথমবারের মত বাংলাদেশে গাইবে ব্যান্ড দলটি।
'ঢাকা ড্রিমস' শিরোনামের কনসার্টে শিগগিগরই গান গাইবে দলটি বলে জানেয়েছে আয়োজক প্রতিষ্ঠান ‘ব্লু ব্রিক কমিউনিকেশন’। প্রতিষ্ঠানের সিনিয়র এক্সকিউটিভ ব্র্যান্ডিং শারাফ আনজুম হিলিদিতা জানান, ঢাকা সফর নিয়ে ‘কাভিশ’ ব্যান্ডের সঙ্গে তাদের কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে। এই বছরের ডিসেম্বরে বা জানুয়ারির একদম শুরুতে হবে কনসার্টটি। এর আগে ঢাকায় দুইটি কনসার্ট আয়োজন করেছে ‘ব্লু ব্রিক কমিউনিকেশন’।
হিলিদিতা বলেন,'এটি আমাদের তৃতীয় কনসার্ট। আয়োজক হিসেবে নতুন হলেও আমরা বেশ সাড়া পাচ্ছি। গত শুক্রবার ‘ঢাকা রেট্রো’ কনসার্টটিও দর্শক বেশ উপভোগ করেছেন। এর আগে হয়েছে 'ঢাকা মেলাঞ্চলি' কনসার্ট।'
কনসার্টের টিকেট বিক্রির তারিখ ও ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন এই আয়োজক। 'কাভিশ' পাকিস্তানের ‘সেমি ক্লাসিক্যাল’ ব্যান্ড হিসেবে পরিচিত, যা ১৯৯৮ সালে গায়ক জাফর জাইদি এবং মাজ মাওদুদের হাত ধরে গড়ে ওঠে।
তাদের প্রথম অ্যালবাম 'গুনকালি' প্রকাশ হয় ২০০৯ সালে প্রকাশ পেয়েছিল।
ব্যান্ডটির পরিচিতি গানের মধ্যে রয়েছে 'বাচপান', 'তেরে পেয়ার মে', 'মোরে সাঁইয়াঁ', 'নিন্দিয়া রে','ফাসলে'।
বিডি প্রতিদিন/এমএস