নোয়াখালীর সুবর্ণচরে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ।
বুধবার দুপুরে উপজেলার শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীকে নিয়ে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা পরিষ্কার রাখা, ডেঙ্গু থেকে বাঁচার উপায় ও ডেঙ্গু রোগীকে সেবাদানসহ নানা বিষয়ে আলোচনা করেন।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম। সঞ্চালনা করেন বসুন্ধরা শুভসংঘ নোয়াখালীর সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সোহেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার।
তিনি বলেন, ডেঙ্গু থেকে বাঁচতে সচেতনতাই যথেষ্ট। সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে। আতঙ্কিত না হয়ে ডাক্তারের কাছে যেতে হবে। নিয়মিত ওষুধ সেবনে ডেঙ্গু থেকে মুক্তি পাওয়া যায়।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা প্রযুক্তিবিদ ইয়াছিন আরাফাত এবং বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক হুমায়ুন কবির, সাংবাদিক লিটন চন্দ্র দাস, ইমাম উদ্দিন সুমন, আব্দুল বারী বাবলু, হানিফ মাহমুদ, আরিফুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিডি প্রতিদিন/ইই