পলিথিনের কারণে দিন দিন উপকূলীয় অঞ্চলের কৃষি জমির উর্বরতা হ্রাস এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে মারাত্মকভাবে। কৃষি প্রধান দেশের জমির উর্বরতা বাড়ানো এবং পলিথিন ব্যবহার বন্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শুভসংঘ কলাপাড়া শাখার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) সকালে পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের কাছেম আলী খান রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থীদের পরিচ্ছন্ন সমাজ গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক আবদুল হাফিজ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। এ সময় তিনি বলেন, পলিথিন ও প্লাস্টিক আমাদের জন্য অভিশাপে পরিণত হয়েছে। পরিবেশের বিপর্যয় ঠেকাতে আমাদের এখনই পলিথিনের ব্যবহার বন্ধ করে বিকল্প তৈরি করতে হবে। সেক্ষেত্রে পাটজাত পণ্য আমাদের জন্য হতে পারে আশীর্বাদ। পাটজাত পণ্য রপ্তানি করেও বাংলাদেশের প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালক মো. ইব্রাহীম খান, কলাপাড়া শুভসংঘের উপদেষ্টা জসীম পারভেজ, সাংগঠনিক সম্পাদক তানজিল জামান জয়, সমাজ সেবক ও সাংস্কৃতিক কর্মী মো. জানিবুল হক।
সভা শেষে বিদ্যালয় চত্বরে শিক্ষক, শিক্ষার্থী ও শুভসংঘের সদস্যরা পরিত্যক্ত পলিথিন কুড়িয়ে সেগুলো পুড়িয়ে দেন। এ সময় পলিথিনের ব্যবহার না করে বিকল্প চিন্তা কাজে লাগানোর অঙ্গীকার করা হয়। বাড়ির আঙ্গিনা, বিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে যত্রতত্র পলিথিন না ফেলানো এবং পলিথিন কুড়িয়ে পুড়িয়ে ফেলার মাধ্যমে পরিচ্ছন্ন সমাজ গঠনের শপথ গ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/বাজিত