বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি অ্যাথলেটিক্স প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহিনী ঘাঁটির অ্যাথলেটিক্স মাঠে এর আয়োজন করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি বিভিন্ন প্রতিযোগিতা প্রত্যক্ষ করেন এবং বিজয়ীদের মাঝে পদক ও ট্রফি বিতরণ করেন।
প্রতিযোগিতায় বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা দল ১০টি স্বর্ণ, নয়টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এছাড়া, চারটি স্বর্ণ, দুইটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক পেয়ে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দল রানার্সআপ হয়।
বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা দলের এসি-২ সাব্বির প্রতিযোগিতায় সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমান সেনা এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, সোমবার এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় বিমান বাহিনীর সাতটি দল অংশগ্রহণ করে।
বিডি প্রতিদিন/ইই