বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় শিশুর মৃত্যু হয় বলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানিয়েছেন।
মারা যাওয়া শিশু মিম বরগুনার বেতাগী উপজেলার সোহেল খানের কন্যা। সে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ¦রে আক্রান্ত ১১১ জন রোগী সরকারী হাসপাতালে ভর্তি হয়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দেয়া তথ্য অনুয়ায়ী গত ১ জানুয়ারী থেকে বুধবার পর্যন্ত বিভাগের দুইটি মেডিকেল কলেজ হাসপাতাল, সদর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে সাত হাজার ১৯২ জন ভর্তি হয়। এর মধ্যে সুস্থ হয়েছেন ছয় হাজার ৮০২ জন। এখনো চিকিৎসাধীন রয়েছেন ৩৪২ জন রোগী।
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবচেয়ে বেশি, ৩৭ জন রোগী মারা গেছেন। এছাড়াও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে একজন, পটুয়াখালী হাসপাতালে একজন, ভোলা, পিরোজপুর ও বরগুনায় তিন জন করে মারা গেছেন।
বিডি প্রতিদিন/এএম