বগুড়ায় নিখোঁজের পর মুক্তিপন দাবী করা আরবী আক্তার (৭) নামের এক শিশুর লাশ মিলল গ্রামের একটি পুকুরে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বগুড়া সদরের গোকুল সরকার পাড়া গ্রামের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। আরবী আক্তার ওই গ্রামের কাজল মিয়ার মেয়ে।
জানা যায়, আরবী আক্তার নামের শিশুটি মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পার্শ্বে খেলাধুলা করার সময় নিখোঁজ হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েটির ছবি দিয়ে সন্ধান চাওয়া হয়। বিকেলের দিকে কয়েকটি মোবাইল নাম্বার থেকে শিশুটির বাবার কাছে ফোন করে মুক্তিপন চাওয়া হয়। পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগিতায় ফোন নাম্বারগুলির অবস্থান সনাক্ত করেন। এরই মধ্যে সন্ধ্যার পর বাড়ির কাছে পুকুরে শিশুটির লাশ ভেসে উঠে। স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে শিশুটির লাশ উদ্ধার করে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন জানান, শিশুটি মৃগী রোগী ছিল। ধারনা করা হচ্ছে খেলা ধুলার সময় সবার অজান্তে পুকুরে পড়ে যায়। আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম