চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হয়ে কঠোর অবস্থান নিয়ে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির আহ্বান জানিয়েছেন মোহাম্মদপুর নতুন কাঁচা বাজার দোকান মালিক এবং ব্যবসায়ী সমিতি। একই সঙ্গে কৃষি মার্কেটের নির্মাণাধীন ভবনটি আগামী ১লা জানুয়ারি ২০২৫ উদ্বোধনের মধ্য দিয়ে ব্যবসায়ীদের দোকান হস্তান্তরের আশাবাদ করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে 'মোহাম্মদপুর নতুন কাঁচা বাজার দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি' এর নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী মো. আব্দুল লতিফ। সভায় নবগঠিত ১৩ সদস্যের কমিটিতে মো. মামুন হোসেনকে সভাপতি ও মাওলানা আব্দুল হান্নানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
প্রধান অতিথি আব্দুল লতিফ আরও বলেন, 'দিন দিন চাঁদাবাজি বাড়ছে। যার ফলে নিত্যপণ্যের দাম অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। আপনাদের ব্যবসায়ীদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাই ঐক্যবদ্ধ হলে এই চাঁদাবাজদের রুখে দেয়া খুব একটা কঠিন কাজ হবে না।আপনারা এই চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিবেন। সৎ ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনা করবেন।'
এছাড়াও কৃষি মার্কেটের নির্মাণাধীন ভবনটি আগামী ১লা জানুয়ারি ২০২৫ উদ্বোধনের আশ্বাস দেন তিনি।
সভায় বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী মো. নিজাম উদ্দিন। এছাড়াও এতে প্রায় ৪০০ দোকান মালিক ও ব্যবসায়ী উপস্থিত ছিলেন ।
বিডি প্রতিদিন/এমএস