চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর ব্যাপক পরিবর্তন আসতে চলেছে পাকিস্তান ক্রিকেটে- এমনটাই শোনা যাচ্ছে। বাদ পড়তে পারেন দলের অনেক সিনিয়র ক্রিকেটার। কেননা, তাদের বছরের পর বছর খেলিয়েও বড় মঞ্চে কোনো সাফল্য পায়নি দল। যে কারণে সুযোগ দেওয়া হতে পারে নতুনদের। কিন্তু প্রশ্ন হলো তাতেও কি সারবে বড় মঞ্চে ব্যর্থতার এই রোগ। এবার সেই রোগের ওষুধই দিয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ।
চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে আয়োজিত ‘গেম অন হ্যায়’ অনুষ্ঠানে পাকিস্তান–বাংলাদেশ ম্যাচের আলোচনার হাফিজ দিয়েছেন বাবর-রিজওয়ানের সাফল্যের সমাধান।
২০২৩ বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে টিম ডিরেক্টর কাম কোচ পদে কাজ করা হাফিজ বলেন, ‘সমাধান হিসেবে আমরা টিম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি, খেলোয়াড়দের নিয়ে কথা বলি। অনেক সময় বলি বিদেশি কোচ আনা দরকার। মনে হয় যে তাহলে আমরা সেরা ক্রিকেট খেলতে পারব। তাহলে আমরা একজন বিদেশি চেয়ারম্যান আনছি না কেন।’
সাফল্যের জন্য হাফিজের বিদেশি বোর্ডপ্রধান চাওয়ার কথা শুনে সঙ্গে সঙ্গে হেসে দেন অনুষ্ঠানে উপস্থিত দুই সাবেক ক্রিকেটার শোয়েব আখতার ও শোয়েব মালিক। অনুষ্ঠানের পরে নিজের মন্তব্যের ভিডিও ক্লিপ এক্সে পোস্টও করেছেন হাফিজ। শিরোনাম দিয়েছেন, ‘পাকিস্তান ক্রিকেটের সমাধান।’
হাফিজের এমন সমাধান নিয়ে এখন হচ্ছে হাস্যরস। অনেকে অবশ্য হাফিজের এই সমাধানে সায়ও দিচ্ছেন। কেননা, সফলতা পেতে এই একটি কাজই বোধয় বাদ রেখেছে পাকিস্তান ক্রিকেট।
উল্লেখ্য, গত তিন বছরে চার বোর্ডপ্রধান, ৯ কোচ এবং ২৬ জন নির্বাচকের পরিবর্তন দেখেছে পাকিস্তান ক্রিকেট। সবাই শিরোপার স্বপ্ন দেখিয়েছে। কিন্তু কথা রাখতে পারেনি কেউ। যে কারণে মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় নিতে হয়েছে সবাইকে। বর্তমান কোচ আকিভ জাভেদের ভবিষ্যৎও এখন সে পথে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ