গাইবান্ধার গোবিন্দগঞ্জের কৃষকদের সঙ্গে অন্যরকম একটি দিন কাটালেন বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা। রবিবার (৬ মার্চ) দুপুরে গোবিন্দগঞ্জের পারগয়ড়া ও মাগুরা এলাকায় বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে কৃষকদের জন্য টেকসই কৃষি পদ্ধতি, নতুন প্রযুক্তি ও স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতামুলক ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এতে অতিথি হিসেবে ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক কবির আহমেদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক শাহনুর ইসলাম সাদ্দাম ও গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আবু জিহাদ রনি।
জেলা শুভসংঘের সভাপতি হুমায়ন আহমেদ বিপ্লব সাম্প্রতিক সময়ে কৃষিতে যে প্রযুক্তিগত পরিবর্তন এসেছে তার ওপরে আলোকপাত করেন। পাশাপাশি প্রচণ্ড গরমের এই সময়ে বোরোসহ অন্যান্য ফসলের কাজে যারা দিনভর মাঠে কাজ করেন তাদের জন্য স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক পরামর্শ দেন। পরে অতিথিরা ২০ জন কৃষকের মধ্যে উপহার হিসেবে সাবান, স্যালাইন, মাক্স, হ্যান্ড গ্লভস উপহার দেন।
এসময় কৃষক সায়েদ আলী (৫০) বলেন, 'কৃষিক্ষেত্রে প্রায় ৩৫ বছর ধরে কাজ করছি। আগে যে জমিকে শুধু দুই বা তিন ফসলি হিসেবে ব্যবহার করা হতো, সেই জমিতে এখন প্রায় সারাবছরই চাষাবাদ হয়। কৃষিক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তি আসছে। আমরা এখনও শিখতে চাই।'
কৃষক ময়নুল ইসলাম (৪০) জানান, কৃষকরা তাদের অভিজ্ঞতা থেকে এখনও কাজ করেন। প্রশিক্ষণ পেলে তারা গাইবান্ধা জেলাকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে পারবেন। কৃষি কর্মকর্তারা আরেকটু সক্রিয় হলেই লাভবান হবে কৃষকরা।
তিনি শুভসংঘের আয়োজনকে একটি অতিপ্রয়োজনীয় বিষয় বলে উল্লেখ করে বলেন, গরমে জমিতে কাজ করা খুবই কষ্টকর। অনেক কৃষকই সর্দি, জ্বর, কাশি, শ্বাসকষ্ট এবং পেটের সমস্যায় ভুগেও বাধ্য হয়ে কাজে আসেন। শুভ সংঘের উপহার পেয়ে মনে হলো এখনও মানুষকে ভালোবাসতে জানে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক শাহনুর ইসলাম সাদ্দাম বলেন, অনাড়ম্বর এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে ভালো লাগছে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই কৃষকরা হাড়ভাঙ্গা পরিশ্রম করে ফসল ফলান জন্যই মানুষ হাতের নাগালে খাদ্য সামগ্রী পান। তাদের জন্য বার বার এ জাতীয় আয়োজন করতে হবে।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আবু জিহাদ রনি বলেন, 'আমরা যারা মানুষের জন্য, দেশের জন্য রাজনীতি করি তারা এই শুভ কাজকে সবসময় উৎসাহিত করি।' তিনি কৃষক পর্যায়ে এ ধরনের আয়োজন আরও বেশি করে করার আহ্বান জানান।
গোবিন্দগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ফারুক কবির আহমেদ শুভসংঘের তরুণ বন্ধুদের অভিনন্দন জানিয়ে বলেন, 'দু:সময়ে, দুর্যোগে সারাদেশে বসুন্ধরা শুভসংঘের কর্মীদের কর্মতৎপরতা দেখেছি। অন্যদিকে শিক্ষা, দরিদ্রদের জন্য বাসস্থান নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে তারা এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। বিগত ছাত্র-জনতার আন্দোলনের সময় ও পরবর্তীকালে তারা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে ছিলেন। আমি শুভসংঘের কর্মকাণ্ডের সঙ্গে থাকবো।'
অনুষ্ঠানটি সমন্বয় করেন বসুন্ধরা শুভসংঘ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সদস্য আতিক হাসান জীবন, সাগর ইসলাম, নিশাত মণ্ডলসহ অন্যরা।
বিডি প্রতিদিন/মুসা