গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বগুড়ার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১০টার দিকে শহরের সাতমাথায় অনুষ্ঠিত এ বিক্ষোভে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে এদিন সকালে বগুড়া শহরে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ফ্রি প্যালেস্টাইন, স্টপ কিলিং ইন গাজা, ফিলিস্তিনের পাশে দাঁড়াও, ইসরায়েলি হামলা বন্ধ করো ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
পরে মুক্তমঞ্চে সমাবেশ করা হয়। সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা কোন মুসলিম রাষ্ট্র মেনে নেবে না। ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে সাধারণ মানুষ, নারী ও শিশুদের ওপর নির্মম হামলা চালিয়ে যাচ্ছে। যা মানবাধিকার লঙ্ঘনের জঘন্য উদাহরণ। এ অবস্থায় মুসলিম বিশ্ব চুপ করে বসে থাকতে পারে না।
গাজায় চলমান গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের অংশ হিসেবে গ্লোবালৈ স্ট্রাইক ফর প্যালেস্টাইন-এর সাথে সংহতি জানিয়ে পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধনের আয়োজন করে।
বিডি প্রতিদিন/নাজমুল