ফিলিস্তিনের নিরস্ত্র মানুষের ওপর ১৭ মাস ধরে চালানো নির্মম গণহত্যার প্রতিবাদ এবং ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতিরোধ গড়ে তোলার দাবিতে খুলনার শিববাড়ি মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছেন হাজারো বিক্ষুব্ধ মানুষ।
সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে বিভিন্ন সংগঠনের ব্যানারে শিববাড়ি মোড়ে জড়ো হয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এ সময় অনেকের হাতে স্বাধীন ফিলিস্তিনের পতাকা এবং ইসরায়েলি পণ্য বর্জনের স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা গেছে।
এদিকে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর আগ্রাসনের প্রতিবাদ এবং গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে প্রতিবাদ সমাবেশ ‘মার্চ ফর প্যালেস্টাইন’ অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের কর্মসূচিতে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন সংহতি প্রকাশ করে সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণ করেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের যে সকল ডিসিপ্লিনে স্পেশাল টার্মের পরীক্ষা ছিল, তা স্থগিত করা হয়।
বিডি প্রতিদিন/কেএ