আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে (৪৮) জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সোমবার বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট ইন্সপেক্টর রেজাউল করিম মজুমদার এই তথ্য জানান।
তিনি বলেন, সোমবার দুপুরে আসামি আতাউল্লাহ আবু আম্মার জুনুনীকে দুই মামলায় প্রথমে বান্দরবান জেলা ও দায়রা জজ অরুপ পালের আদালতে এবং পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইনের আদালতে তোলা হয়। শুনানি শেষে দুটি আদালতের বিচারকগণ আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
আসামিকে আদালতে তোলার সময় আদালত চত্বরে পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়
গত ১৮ মার্চ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) কমান্ডার আতাউল্লাহ আবু আম্মার জুনুনিসহ ১০ জনকে গ্রেফতার করা হয়। আরসা কমান্ডারের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তে মাদকবিরোধী যৌথ অভিযানে ডিজিএফআই কর্মকর্তাকে হত্যা এবং নাইক্ষ্যংছড়ি থানায় র্যা বের সদস্যকে আহত করার মামলা দায়ের করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল