গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ময়মনসিংহের সর্বস্তরের জনগণের উদ্যোগে নগরীর টাউন হল মোড়ে অবস্থান নিয়ে এই বিক্ষোভ হয়।
এ সময় ইসরায়েলি বর্বরতার বিপক্ষে লেখা নানা প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন বিক্ষোভকারীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। এছাড়াও গাজায় বর্বরোচিত গণহত্যা বন্ধের দাবিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও প্রতিবাদ মিছিলসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, ময়মনসিংহ নাগরিক সমাজের সদস্য সচিব সামসুদ্দোহা মাসুম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর শাখার আহ্বায়ক ওয়ালিউল্লাহ, সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস, অধ্যক্ষ সৈয়দ মো. তৌফিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/নাজমুল