নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ওমর ফারুক (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৭ এপ্রিল) দুপুরে মাসদাইর এলাকার আদর্শ স্কুলের বিপরীত পাশে থাকা পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওমর ফারুক নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পানির ট্যাংকি এলাকার মো. রায়হানের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে ওমর ফারুক তার বন্ধুদের সঙ্গে গোসল করতে ওই পুকুরে নামে। এর কিছুক্ষণ পরই সে পানিতে তলিয়ে যায়। এই বিষয়টি তার সাথে থাকা অন্যান্য শিশুরা অভিভাবক ও স্থানীয়দের জানায়। সেই সাথে এলাকাবাসী পুকুর থেকে ওই শিশুর মৃত মরদেহ উদ্ধার করে।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, বর্তমানে ওই শিশুর মরদেহ তার বাড়িতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ