স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেছেন, আগামী ২ মাসের মধ্যে সরকারিভাবে মুন্সিগঞ্জে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার কাজ শুরু হবে। জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে জেলার শ্রীনগর উপজেলার ছনবাড়ি পর্যন্ত চার লেনের সড়ক প্রশস্তকরণের কাজ হাতে নেওয়া হয়েছে। গত বছরের ৫ আগস্ট আগুনে ভস্মীভূত মুন্সীগঞ্জ পৌরসভা ভবন ও শিল্পকলা ভবন সংস্কারের কাজ শুরু করতে বরাদ্দ দেওয়া হয়েছে।
মুন্সিগঞ্জ জেলার অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত এক আলোচনা সভা শেষে তিনি এসব কথা বলেন। এর আগে সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে একটি আলোচনা সভা হয়।
জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ-বাহিনীর প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, স্থানীয় সরকার বিভাগের সচিব নিজাম উদ্দিন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে সচিব নজরুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মফিদুর রহমান, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা, ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, পুলিশের এসবি শাখার অতিরিক্ত আইজিপি গোলাম রসুল, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন, এলজিইডির প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ মিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত