হার্ট অ্যাটাকের পর প্রায় মৃত্যুমুখে চলে গিয়েছিলেন তামিম ইকবাল, তবে অলৌকিকভাবে তিনি ফিরে এসেছেন। সাভারের কেপিজে হাসপাতালের চিকিৎসকদের সহায়তায় কিছুটা সুস্থ হওয়ার পর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তিনদিন চিকিৎসা নেওয়ার পর তিনি বাড়িতে ফিরে যান।
ঈদের আগেই শোনা গিয়েছিল, তামিম বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে বিদেশে যাবেন, যার সম্ভাব্য স্থান ছিল থাইল্যান্ড, সিঙ্গাপুর অথবা লন্ডন। অবশেষে জানা গেছে, তিনি সিঙ্গাপুরে যাচ্ছেন।
তামিমের বন্ধু ও সাংবাদিক মিনহাজ উদ্দিন খান জানিয়েছেন, আজ রাত ১২টার একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন তামিম ইকবাল। তার সঙ্গী হিসেবে থাকবেন স্ত্রী আয়েশা আক্তার, বড় ভাই নাফিস ইকবাল এবং বন্ধু মিনহাজ।
তামিম সিঙ্গাপুরের ফ্যারারপার্ক হাসপাতালে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ড. মরিস চুর কাছে চিকিৎসা নেবেন বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/মুসা