মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে বিশ্ব বাজারে অনিশ্চয়তার পাশাপাশি বৈশ্বিক প্রবৃদ্ধি ঝুঁকির মুখে পড়েছে। যার প্রভাবে দেখা দিতে পারে বৈশ্বিক মন্দা। এমনকি ক্রীড়াজগতেও এর প্রভাব পড়তে শুরু করেছে।
ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় দুটি ইভেন্ট ফিফা ফুটবল বিশ্বকাপ ও অলিম্পিক। যার পরবর্তী দুই আসরের আয়োজকই যুক্তরাষ্ট্র। কিন্তু ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে খেলাধুলায় স্পনসরদের অর্থের জোগান, ক্রীড়া স্থাপনা ও ব্র্যান্ড এবং ক্রীড়াপণ্য প্রস্তুত ও দামে নেতিবাচক প্রভাবের আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে দরপতনের মুখে পড়েছে স্টক মার্কেটে থাকা ক্রীড়াসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিভিন্ন শেয়ার।
এক প্রতিবেদনে নিউইয়র্ক টাইমস জানিয়েছে,গত বৃহস্পতিবার পর্যন্ত ক্রীড়াসামগ্রী বাজারজাতকারী প্রতিষ্ঠান আন্ডারআর্মারের শেয়ারের ১৮.২৫ শতাংশ দরপতন ঘটেছে, যা নাইকির বেলায় ১৪.৪%, পুমার ১১.৮% এবং অ্যাডিডাসের ১১.৭%। ।
বিশ্ব বাণিজ্য সংস্থার হিসাব অনুসারে, ২০২৪ সালে ১০৩০ কোটি মার্কিন ডলার মূল্যের ক্রীড়াপণ্য আমদানি করেছিল যুক্তরাষ্ট্র, যার ৬২৭ কোটিরই রপ্তানিকারক চীন। বিশ্ববাজারের বেশির ভাগ ক্রীড়াপণ্যই নির্মিত হয় চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, কম্বোডিয়াসহ এশিয়ার দেশগুলোতে।
ডোনাল্ড ট্রাম্প যে পাল্টা শুল্ক আরোপ করেছেন, এতে সবচেয়ে বেশি ভুক্তভোগী দেশ এশিয়ারই। কম্বোডিয়ার জন্য ৪৯%, ভিয়েতনামের ৪৬%, চীনের ৩৪% এবং ইন্দোনেশিয়ার জন্য ৩২% পাল্টা শুল্ক আরোপ হয়েছে। এসব দেশে তৈরি হয় খেলারসহ সব ধরনের ফুটওয়্যার, সাঁতারের পোশাক, ট্র্যাকশুট, আর্টিকলস, বল, গলফ, রেকেটসহ অন্যান্য সামগ্রী।
উল্লেখ্য, ২০২৬ সালে কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে ৪৮ দলের ফিফা বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। আর দুই শ-এর বেশি দেশ ও অঞ্চলের অংশগ্রহণে ২০২৮ অলিম্পিক হবে লস অ্যাঞ্জেলেসে। এর আগে, ট্রাম্পের নতুন শুল্ক নীতি আরোপ নতুন সংকটে ফেলে দিয়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনকে।
বিডি-প্রতিদিন/শআ