নড়াইল জেলার লোহাগড়ায় সংগঠিত বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন (৭৫) হত্যা মামলার দুই আসামিকে যশোর থেকে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল রবিবার দিবাগত মধ্যরাতে যশোর শহরের বকচর বৌবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, আকবর হোসেন হত্যা মামলার তিন নম্বর আসামি নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া পশ্চিমপাড়ার রোস্তম মোল্যার ছেলে জাকারিয়া মোল্যা (৫৫) ও একই গ্রামের মৃত মাফুজার মোল্যার ছেলে সাদ্দাম (৩২)।
র্যাব-৬ সিপিসি-৩ যশোরের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব অধিনায়ক মো. রাসেল বলেন, হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন ও আসামিদের বাড়ি পাশাপাশি। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। গত ৩১ মার্চ বিকেল তিনটার দিকে দুর্বৃত্তরা আকবর হোসেনকে তার বাড়ির কাছে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা জেলার মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহত আকবর হোসেনের স্ত্রী বাদী হয়ে এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব অধিনায়ক বলেন, পুলিশের পাশাপাশি র্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্প থেকে মামলাটির ছায়া তদন্ত করা হয়। তারই প্রেক্ষিতে ওই মামলার দুই আসামিকে যশোর থেকে গ্রেফতার করে নড়াইলের লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি আসামিদেরও আটকের জন্য তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান র্যাব অধিনায়ক।
বিডি প্রতিদিন/জামশেদ