যশোরের কেশবপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধীসহ অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে রমজানের ঈদের আগের দিন প্রেসক্লাব মিলনায়তনে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রীর ভেতর ছিল সেমাই, চিনি, গুঁড়ো দুধ, কিচমিচ ও বাদাম।
বসুন্ধরা শুভসংঘের কেশবপুর উপজেলা শাখার সভাপতি এএফএম শফি ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন। এ সময় উপস্থিত ছিলেন শুভসংঘের উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল মজিদ, বজলুর রহমান খান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ অসীম ঘোষ, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, শুভসংঘের যুগ্ম সম্পাদক তাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, নারী বিষয়ক সম্পাদক হাসিনা খাতুন, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অজিত মুখার্জী, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ডা. আনোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক শওকত হোসেন, সাংবাদিক নূরুল ইসলাম খান প্রমুখ।
ঈদ সামগ্রী পেয়ে মধ্যকুল গ্রামের মুনছুর আলী বলেন, আমি ময়লা-আবর্জনার ভেতর থেকে বিভিন্ন সামগ্রী কুড়িয়ে সংসার চালাই। ঈদে সেমাই-চিনি পাবো এটা আশা ছিল না। বসুন্ধরা শুভসংঘের বন্ধু কামরুজ্জামানের মাধ্যমে ঈদ সামগ্রী পেয়ে খুবই উপকার হলো। ঈদের দিন সকালে পরিবারের সদস্যদের নিয়ে এই সেমাই খাবো। এ সময় চায়না খাতুন জানায়, আমাদের মতো গরীব মানুষদের খুঁজে এনে সেমাই-চিনি দেওয়ায় খুব খুশি হয়েছি। আল্লাহ বসুন্ধরার ভালো করুক।
মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ইউপি সদস্য আব্দুর রহিম বলেন, তার প্রতিবন্ধী সংগঠন থেকে ২০ জন প্রতিবন্ধীকে বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে ঈদ সামগ্রী দিয়েছে। এসব প্রতিবন্ধীরা খুবই অসহায়। ঈদের আগেই তাদের মাঝে ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি, গুঁড়ো দুধ, কিচমিচ ও বাদাম দেওয়ায় বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
খাদ্যসামগ্রী বিতরণ শেষে বসুন্ধরা শুভসংঘের কেশবপুর উপজেলা শাখার সভাপতি এএফএম শফি বলেন, বসুন্ধরা শুভসংঘের সহযোগিতায় কেশবপুর শাখার উদ্যোগে গরীব এবং অসহায় মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। তিনি বসুন্ধরা শুভসংঘের কর্তৃপক্ষের জন্য সকলের কাছে দোয়ার আহ্বান জানান।