ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল উৎসাহ-উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে অষ্টমী গঙ্গাস্নান। প্রতি বছরের ন্যায় এবারো চৈত্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে শনিবার (৫ এপ্রিল) সকালে পৌর এলাকার গোকর্নঘাট তিতাস নদীতে এই গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়।
গঙ্গা স্নানকে কেন্দ্র করে সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে ভক্ত-পুণ্যার্থীরা গোকর্নঘাট তিতাস নদীর তীরে এসে সমবেত হয়। পরে তারা তিথি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে গঙ্গাস্নানে অংশ নেন। গঙ্গাস্নান উপলক্ষে তিতাস পাড়ে ছিল ভক্তদের উপচে পড়া ভীড়।
গঙ্গাস্নান পরিচালনা কমিটির সদস্য খোকন কান্তি আচার্য জানান, নদীর পবিত্র জলে গঙ্গাস্নানের মধ্য দিয়ে জড়োদেহে জানা অজানা পাপ মোচন হয়। এই গঙ্গাস্নানের মধ্য দিয়ে নিজের ও পরিবারের জন্য মঙ্গল কামনা করা হয়। পাশপাশি দেশ ও জাতীর কল্যাণে বিশেষ প্রার্থনা করেছেন ভক্তরা।
এদিকে ঐতিহ্যবাহী এ গঙ্গা স্নান কে কেন্দ্র করে তিতাস নদীর তীর ঘেষে বসেছে লৌকজ মেলা। মেলায় মুড়ি-চিড়া, মাঠাসহ মাটির তৈরী বাহারী খেলনা দোকানের পসরার পাশাপাশি হরেক রকমের মনোহরি দোকান সাজিয়ে বসেছে দোকানীরা।
এদিকে সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের আজবপুর মেঘনা নদীতেও ঐতিহ্যবাহী পবিত্র গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। এতে হাজারো পুর্ণার্থী অংশ নেন।
বিডি প্রতিদিন/জামশেদ