প্রিমিয়ার ক্রিকেটের অষ্টম রাউন্ড শেষ হয় ২৫ মার্চ। ২৬ মার্চ থেকে ১১ দিনের বিরতিতে যায় বসুন্ধরা প্রিমিয়ার ক্রিকেট লিগ। বিরতির আগে সুপার সিক্স নিশ্চিত করেছে আবাহনী, গাজী ক্রিকেটার্স ও মোহামেডান। বাকি তিন দলের জন্য লড়াই করছে আরও পাঁচ দল। শেষ তিন রাউন্ডেই চূড়ান্ত হবে সুপার সিক্স। ১১ দিনের বিরতির পর আজ ফের শুরু হচ্ছে প্রিমিয়ার ক্রিকেট। মাঠে নামছে আবাহনী, তামিম ইকবালকে ছাড়া মোহামেডান, গাজী ক্রিকেটার্স, প্রাইম ব্যাংক। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১০ পয়েন্ট নিয়ে রানরেটে পয়েন্ট টেবিলের তিনে থাকা মোহামেডান খেলবে নিয়মিত অধিনায়ক তামিমকে ছাড়া। অষ্টম রাউন্ডে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচে হার্ট অ্যাটাক করে তামিমের। এরপর একটি আর্টারিতে রিং পরানো হয়েছে। মোহামেডানের প্রতিপক্ষ প্রাইম ব্যাংকও লড়ছে সুপার সিক্সে খেলতে। দলটির পয়েন্ট ১০। বিকেএসপি-৩ নম্বর মাঠে মুখোমুখি হবে আবাহনী ও পয়েন্ট টেবিলের তলানির দল শাইনপুকুর। বিকেএসপি-৪ নম্বর মাঠে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাব। প্রিমিয়ার ক্রিকেটে লিগ পর্ব শেষ ১৩ এপ্রিল। ১১ রাউন্ডের শেষ খেলা বাংলা নববর্ষের আগে।
লীগ পর্বের ম্যাচগুলো খেলবেন জাতীয় দলের ক্রিকেটাররা। কিন্তু সুপার লিগ শুরু হলে জাতীয় দলের ক্রিকেটাররা কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না। জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজ শুরু হবে ২০ এপ্রিল। ১৫ সদস্যের স্কোয়াডের সবাই ব্যস্ত হয়ে পড়বেন টেস্ট সিরিজ নিয়ে। প্রথম টেস্ট ২০-২৪ এপ্রিল সিলেটে এবং ২৮ এপ্রিল-২ মে দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে। টেস্ট সিরিজের ক্যাম্প শুরু হবে ১০-১১ এপ্রিল। ক্যাম্পে যোগ দিতে পারেন ১৮ ক্রিকেটার। এজন্য সুপার সিক্স মিস করতে পারেন অধিনায়ক নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুমিনুল হক, নাহিদ রানা, জাকের আলী অনিক, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, সাদমান ইসলাম, মাহিদুল ইসলাম অংকন, শাহাদাত হোসেন দিপু, লিটন দাস। অবশ্য পিএসএল খেলতে পাকিস্তান যাওয়ার কথা লিটন, নাহিদ রানা ও রিশাদ হোসেনের।
রাজনৈতিক পট পরিবর্তনের পর কঠিন পরিস্থিতির মুখে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। তার পরও দলটি বসুন্ধরা প্রিমিয়ার ক্রিকেটে দারুণ খেলছে। লিগে নিজেদের প্রথম ম্যাচে হারের পরের সাত ম্যাচে টানা জয় তুলে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে দলটি। দলটি লিগে সর্বাধিক ১৯ বারের চ্যাম্পিয়ন। তারকাদের নিয়ে দল গড়েছে মোহামেডান। তবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য শক্তি হারাবে দলটি। এ ছাড়া গাজী ক্রিকেটার্স, প্রাইম, অগ্রণী ব্যাংক ভালো করছে। রেলিগেশন লিগ এড়াতে লড়াই করছে ৬ পয়েন্ট নিয়ে নুরুল হাসান সোহানের ধানমন্ডি স্পোর্টস ক্লাব, ৫ পয়েন্টের ব্রাদার্স ইউনিয়ন, ৪ পয়েন্টের পারটেক্স, ৩ পয়েন্ট নিয়ে রূপগঞ্জ ক্রিকেটার্স ও ২ পয়েন্ট নিয়ে শাইনপুকুর।
অষ্টম শেষে প্রিমিয়ার ক্রিকেটে একটি রেকর্ডও হয়েছে। বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথমবারের মতো কোনো দল ৪০০-ঊর্ধ্ব স্কোর করেছে। নাইম শেখের ১৭৬ রানে ভর করে প্রাইম ব্যাংক ৫০ ওভারে ৮ উইকেটে ৪২২ রান করে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। লিগে এখন পর্যন্ত ৩০০-ঊর্ধ্ব স্কোর হয়েছে ৯টি। সেঞ্চুরি ২৩টি। ২টি করে সেঞ্চুরি করেছেন মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, তামিম ইকবাল ও পারভেজ হোসেন ইমন। অষ্টম রাউন্ড পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন গাজীর অধিনায়ক ও ওপেনার এনামুল, ৮ ম্যাচে ৫৩০। ৮ ম্যাচে ৪৯১ রান নাইমের, ইমরুল রান করেছেন ৮ ম্যাচে ৪৩০, পারভেজ ইমন ৮ ম্যাচে ৪১৩ ও সোহান ৮ ম্যাচে ৪০১ রান করেন।
তামিমের রান ৮ ম্যাচের ৭ ইনিংসে ৩৬৮। ৮ ম্যাচ শেষে সবচেয়ে বেশি ১৭ উইকেট নিয়েছেন আবাহনীর বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসান। মোহামেডানের তাইজুলের উইকেট ১৬, আরেক বাঁ-হাতি স্পিনার আরাফাত সানির উইকেট ১৪টি। ম্যাচে ৫টি করে উইকেট নিয়েছেন মাহফুজুর রহমান রাব্বি (১৮/৫), সামিউল বাশির (২৭/৫), আল আমিন (৫০/৫)। কোনো হ্যাটট্রিক নেই।