আবার গানে সরব হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। নিয়মিতই প্রকাশ করছেন গান। ঈদে তাঁর নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন ‘চাঁদ রাত’ নামের একটি গান। সেটির রেশ কাটতে না কাটতেই আরও একটি নতুন গান নিয়ে এলেন তিনি। শিরোনাম- ‘এই জমানার মেয়ে’। জামাল হোসেনের কথায় এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন কিশোর দাস। সৈকত রেজার পরিচালনায় গানটিতে মডেল হয়েছেন অলঙ্কার চৌধুরী। ডলি সায়ন্তনী বলেন, ‘অন্য সব গানের মতো এ গানটি আশা করি শ্রোতাদের ভালো লাগবে। এ গানটি অনেকটাই ফাঙ্কি টাইপের বলতে পারেন। নতুন প্রজন্ম যেমনটা চলতে পছন্দ করে সে গল্প এ গানে উঠে এসেছে।’ গীতিকার জামাল হোসেন বলেন, ‘ডলি সায়ন্তনী আমাদের সংগীতের উজ্জ্বল নক্ষত্র।
দীর্ঘ সময় ধরে তিনি শ্রোতাদের মুগ্ধ করছেন। চেষ্টা করেছি তাঁর জন্য কিছু লেখার।’ গানটি রঙ্গন মিউজিকে উন্মুক্ত হয়েছে।