রাজবাড়ীতে অসুস্থ অবস্থায় বিলুপ্তপ্রায় প্রজাতির একটি শকুন উদ্ধার করেছেন স্থানীয়রা। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার জেলখানা থেকে কয়েকজন কিশোর শকুন উদ্ধার করে জেলার আরামঘর জীববৈচিত্র্য রক্ষা কমিটির কাছে হস্তান্তর করেন।
গতকাল শনিবার প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা শকুনকে চিকিৎসাসেবা দেন। রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওমর ফারুক বলেন, প্রাথমিকভাবে প্রাণিসম্পদ দপ্তর থেকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। কাল রবিবার (আজ) আমি নিজে উপস্থিত থেকে চিকিৎসা দেব।
রাজবাড়ী জেলার আরামঘর জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্য প্রধান কর্ণধার লিটন চক্রবর্তী বলেন, রাজবাড়ীতে আহত প্রাণীর সেবা করার ক্ষেত্রে আরামঘর জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা সুনাম অর্জন করেছেন। বিলুপ্তপ্রায় শকুনটি গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আমাদের কাছে হস্তান্তর করেন। চেষ্টা করা হচ্ছে প্রাণীটিকে সুস্থ করে তোলার।