জয়পুরহাটে ঈদকে ঘিরে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ঢাকাগামী তিনটি পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৫ এপ্রিল) বিকেলে শহরের ঢাকাগামী পরিবহনের কাউন্টারগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রউফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে রকি পরিবহনকে ৫ হাজার টাকা, আহাদ পরিবহনকে ৫ হাজার টাকা ও শাহ ফতেহ আলী পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, যাত্রীদের থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা গ্রহণ ও দৃশ্যমান স্থানে ভাড়ার চার্ট না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঢাকাগামী পরিবহনগুলোকে জরিমানা করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রউফ বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/মুসা