ঝিনাইদহের মহেশপুরে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় সৎমামা শাওন হোসেন (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে উপজেলার নেপা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাওন উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ভবনগর গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে।
শিশুটির স্বজনেরা জানান, গত বৃহস্পতিবার ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ভবনগর গ্রামে মায়ের সাথে শিশুটি নানাবাড়ি বেড়াতে এসেছিল। শুক্রবার তার সৎমামা শাওন হোসেন শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণ করে। স্বজনেরা টের পেয়ে শিশুটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা জেলার জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর একটু সুস্থ হলে পুলিশের সহযোগিতায় মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
রবিবার সন্ধ্যায় শিশুটির পিতা চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কয়া গ্রামের সামীরুল ইসলাম বাদী হয়ে মহেশপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। বিষয়টি জানাজানি হওয়ার পর সৎমামা গা ঢাকা দেয়। এরপর পুলিশি তৎপরতা বৃদ্ধি করে শাওনকে গ্রেফতার করে।
এ ব্যাপারে মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা জানান, প্রাথমিকভাবে বুঝা যাচ্ছে যে শিশুটির সাথে যৌন নিপীড়ন করা হয়েছে। আমরা তাকে আটক করতে সক্ষম হয়েছি। জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
বিডি প্রতিদিন/জামশেদ