রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও হামলার মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী কেরামত আলীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রাজবাড়ী কোট পুলিশ পরিদর্শক মো. জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ সোমবার (৭ এপ্রিল) বেলা ১২ টার কিছুক্ষণ পর রাজবাড়ীর আমলী আদালতের বিচারক (রাজবাড়ী সদর) মো. তামজিদ আহমেদ এ আদেশ দেন। পরে জেলা পুলিশের কঠোর নিরাপত্তায় তাকে আদালত থেকে কারাগারে নেওয়া হয়। কারাগারে তোলার সময় আদালতে প্রাঙ্গণে কাজী কেরামত আলীকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দেয় কিছু জনতা।
আদালত সূত্রে জানা গেছে, রাজবাড়ীর বড়পুলে ১৮ জুলাই বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মিছিলে হামলার ঘটনা ঘটে। হামলায় কাজী কেরামত আলীর জড়িত থাকার অভিযোগে ৩০ আগস্ট শিক্ষার্থী রাজিব মোল্লা বাদি হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। সেই মামলার এজাহারনামীয় আসামি কাজী কেরামত। রাজিব মোল্লার মামলায় রবিবার রাতে ঢাকার মহাখালি থেকে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বাদি পক্ষের আইনজীবী অ্যাড. নেকবর হোসেন মণি বলেন, সাবেক এমপি রাজবাড়ীর বালুদস্যু হিসেবে পরিচিত। তিনি স্বৈরাচার শেখ হাসিনার দোসর। তার বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। শিক্ষার্থীদের ওপর হামলার পর আহত শিক্ষার্থীদের চিকিৎসা সেবা প্রদান করতে দেয়নি কাজী কেরামত আলী। আমরা বিজ্ঞ আদালতে বিষয়গুলো তুলে ধরেছি। আদালত আমাদের কথায় সন্তুুষ্ট হয়ে জামিন নামঞ্জুর করেছেন।
আসামী পক্ষের আইনজীবী অ্যাড. গৌতম বসু বলেন, আমরা বিজ্ঞ আদালতে সাবেক এমপি কাজী কেরামত আলীর জামিন আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আমরা উচ্চ আদালতে আপিল করবো।
বিডি প্রতিদিন/জামশেদ