ফরিদপুরের নগরকান্দায় চোরের হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন এক প্রবাসী। চোর চক্রের সদস্যরা ঘরে ঢুকলে তাদের চিনে ফেলায় বাড়ির মালিক জামাল মাতুব্বর (৫৫) নামের প্রবাসী এক ব্যক্তিকে খুন করেছে। এ সময় ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার লুট করে চোরেরা পালিয়ে যায়। শুক্রবার রাত ২টার দিকে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামে এ ঘটনা ঘটে। জামাল মাতুব্বর ওই গ্রামের হাতেম মাতুব্বরের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জামাল মাতুব্বর প্রায় ৩০ বছর ধরে মালয়েশিয়ায় ছিলেন। ঈদ উপলক্ষে এক মাস আগে তিনি দেশে আসেন এবং পরে বিয়েবন্ধনে আবদ্ধ হন। রাতে চুরি করার উদ্দেশ্যে একদল সংঘবদ্ধ চোর ঘরের জানালার লক কেটে ঘরের ভিতরে ঢুকে পড়ে। এ সময় চোরকে বাড়ির মালিক চিনে ফেলে এবং চিৎকার শুরু করলে চোরের দল জামালের গোপনাঙ্গে আঘাত করলে তিনি ঘটনাস্থলে মারা যান।
নিহত জামালের স্ত্রী সাজেদা বেগম জানান, শুক্রবার রাতে তারা স্বামী-স্ত্রী ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে হঠাৎ শব্দে তাদের ঘুম ভেঙে গেলে দেখতে পান দুই ব্যক্তি ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। এ সময় আমার স্বামী একজনকে চিনে ফেলেন। চোরকে চিনে ফেলায় একজন তার স্বামীকে শাবল দিয়ে আঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে প্রতিবেশীরা এসে জামালকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফর আলী বলেন, চোর চক্রের সদস্যরা ঘরে ঢুকলে সম্ভবত তাদের চিনে ফেলায় এ ঘটনা ঘটেছে। এখনো ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আমরা প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।