৯ বছর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষে পুরান ঢাকার গেন্ডারিয়ায় মেসে ফেরার পথে লক্ষ্মীবাজারের একরামপুর মোড়ে রাতে কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয় ব্লগার নাজিমউদ্দিনকে। ঘটনার পরদিন সূত্রাপুর থানার উপপরিদর্শক মো. নুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ওই ঘটনার ৯ বছর পার হলেও এখনো শেষ হয়নি বিচার। কবে নাগাদ মামলাটির বিচার শেষ হতে পারে তা-ও নির্দিষ্ট করে বলতে পারছে না সংশ্লিষ্ট রাষ্ট্রপক্ষ। তবে রাষ্ট্রপক্ষ বলছে, খুব শিগগিরই মামলার বিচারকার্য শেষ হবে এবং দোষীরা দৃষ্টান্তমূলক সাজা পাবেন। মামলাটি ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আবদুল হালিমের আদালতে বিচারাধীন। ১৩ ফেব্রুয়ারি এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে ওইদিন সাক্ষ্য গ্রহণ না হওয়ায় আদালত ১৯ মে নতুন তারিখ ধার্য করেন।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, ‘অন্তর্বর্তী সরকার এসব মামলার বিচার দ্রুত নিষ্পত্তিতে কাজ করছে। প্রত্যাশা করছি, দ্রুত এ মামলার বিচারকাজ শেষ হবে এবং ভিকটিমের পরিবার ন্যায়বিচার পাবে।’ অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী নজরুল ইসলাম জানান, ‘এ মামলায় একমাত্র বাদীর সাক্ষ্য গ্রহণ হয়েছে। এ মামলার সাক্ষী আদালতে আসতে চান না, আবার প্রসিকিউশন সাক্ষী হাজির করতেও পারেন না। তদন্ত কর্মকর্তা একপক্ষীয়ভাবে চার্জশিট দিয়েছেন। এভাবে বছরের পর বছর বিচার ছাড়া মামলা চলতে পারে না। আসামিরাও হয়রানির শিকার হচ্ছেন। এতে ন্যায়বিচার বিঘ্নিত হয়। আমরা চাই, মামলাটি দ্রুত শেষ হয়ে যাক। দোষীদের শাস্তি হোক এবং নিরপরাধ ব্যক্তি মুক্তি পাক।’