কানাডার পার্লামেন্টে আকস্মিক এক ব্যক্তির অনুপ্রবেশের জেরে পুরো এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। খবর অনুসারে, ওই ব্যক্তি পার্লামেন্ট হিলের ইস্ট ব্লকে অননুমোদিতভাবে প্রবেশ করে ভিতরে নিজেকে আটকে রাখেন। রাতভর এই অবস্থা চলার পর রবিবার সকালে পুলিশ তাকে গ্রেফতার করে।
অটোয়া পুলিশ জানায়, এখনও নিশ্চিত হওয়া যায়নি ওই ব্যক্তি অস্ত্রসহ ছিলেন কিনা কিংবা কোনো হুমকি দিয়েছিলেন কি-না।
ঘটনার পর ইস্ট ব্লক খালি করে দেওয়া হয় এবং সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে থাকতে বলা হয়। পার্লামেন্ট হিলের নিরাপত্তা সংস্থা (পিপিএস) বিকাল ২টা ৪৫ মিনিটে একটি সতর্কবার্তা জারি করে। ওই সতর্কবার্তায় সবাইকে নিকটবর্তী কক্ষে গিয়ে দরজা বন্ধ করে আশ্রয় নিতে বলা হয়। পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী রোবট, প্রশিক্ষিত কুকুর এবং বিশেষ টহল বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়। দীর্ঘ সময় পর ওই ব্যক্তিকে হেফাজতে নেওয়া হলেও, পুলিশ এখনো তার পরিচয় বা উদ্দেশ্য প্রকাশ করেনি।
অটোয়া পুলিশ জানায়, ঘটনাটি এখনো তদন্তাধীন এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে। সহযোগিতার জন্য তারা জনগণকে ধন্যবাদ জানায়।
উল্লেখ্য, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গত ২৩ মার্চ পার্লামেন্ট ভেঙে দিয়ে আগামী ২৮ এপ্রিল নির্বাচনের ঘোষণা দেন। মূলত অক্টোবরের নির্বাচনের কথা ছিল কিন্তু প্রায় ছয় মাস আগে এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল