লা লিগায় শিরোপা ধরে রাখার আশা রিয়াল মাদ্রিদের প্রায় শেষই বলা যায়। গতকাল বার্নাবুতে ঘরের মাঠে তারা ১-২ গোলে হেরে যায় ভ্যালেন্সিয়ার কাছে। অথচ ১০ মিনিটেই এগিয়ে যেতে পারত স্বাগতিকরা। পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেননি ভিনিসিউস জুনিয়র। পাঁচ মিনিট পর উল্টো গোল খেয়ে বসল রিয়াল। মুক্তার ডিয়াখাবির গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। দ্বিতীয়ার্ধে ভিনিসিউস সমতা ফেরালেও রিয়াল হার ঠেকাতে পারেনি। যোগ করা সময়ে পঞ্চম মিনিটে হুগো দুরো গোল করে ভ্যালেন্সিয়াকে জিতিয়ে দেন।
এই হারে রিয়ালের আরও ছোট হয়ে গেল শিরোপা ধরে রাখার আশা। ৩০ ম্যাচে তাদের সংগ্রহ ৬৩ পয়েন্ট। গতকাল রাতে বার্সেলোনা জিতে গেলে ছয় পয়েন্টের ব্যবধানে শীর্ষে থাকবে। এবারের লিগে রিয়াল প্রথমে এগিয়ে থাকলেও মাঝ পথে এসে ছন্দপতন ঘটেছে।