টানা আট দিন ঈদের ছুটির পর বেনাপোল বন্দরে শুরু হয়েছে আমদানি রফতানি বাণিজ্য। ঈদুল ফিতরের লম্বা ছুটির কারণে গত ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ হয়ে যায় বেনাপোল বন্দরের। এসময় বেনাপোল বন্দর দিয়ে কোন পণ্য ভারতের রফতানি কিংবা ভারত থেকে কোন পণ্য বাংলাদেশে আমদানি হয়নি।
ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, এর সময় যাত্রী পারাপার স্বাভাবিক ছিল ঈদের লম্বা ছুটিতে অনেকেই ভারতে চিকিৎসার পাশাপাশি বেড়াতে গিয়েছেন। যেসব যাত্রী ভারতে বেড়াতে গিয়েছিলেন গতকাল এবং আজ তারা দেশে ফিরতে শুরু করেছে।
এদিকে, দীর্ঘ বন্ধের পর আজ রবিবার সকাল থেকে শুরু হয়েছে পণ্য পরিবহন। সকাল থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করতে শুরু করেছে অন্যদিকে বাংলাদেশ থেকে রফতানি পণ্যবাহী ট্রাক ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করেছে।
বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার সুশান্ত পাল জানান, সকাল থেকে বেনাপোল কাস্টম হয়েছে অন্য খালাস প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কাজ কর্ম করছেন। বন্দরের পাশাপাশি বেনাপোল কাস্টমস হাউসে পণ্য শুল্ককায়নে স্বাভাবিক গতি ফিরে এসেছে।
বিডি প্রতিদিন/আরাফাত