চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় চোলাই মদ, গাঁজা ও নগদ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে বোয়ালখালী পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. শাহজাহান (৩৮), শেখ আহমদ (৫১), মো. এরশাদ (৩২) ও খোরশেদ আলম (৪২)। তারা সবাই বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী এলাকার বাসিন্দা।
বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার জানান, তাদের কাছ থেকে ৫ লিটার চোলাই মদ, ৭৫ গ্রাম গাঁজা ও নগদ ৪৬ হাজার ৯০৭ টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই