চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় চাঁদনী বেগম (২২) নামে এক পোশাককর্মীকে ছুরিকাঘাতে খুনের ঘটনায় তার স্বামী মো. সবুজ খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এর আগে, একইদিন বিকেলে বাকের আলী টেকের মোড় এলাকায় চাঁদনীকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করা হয়। নিহত চাঁদনী ইপিজেডের একটি পোশাক কারখানায় কাজ করতেন। তার বাড়ি খুলনার দাকোপ থানা এলাকায়।
নগর পুলিশের বন্দর জোনের এসি মাহমুদুল হাসান জানান, রাস্তায় চাঁদনীকে কুপিয়ে খুনের ঘটনায় পুলিশ সিসিটিভি ফুটেজসহ সবকিছু বিশ্লেষণ করে চাঁদনীর স্বামী সবুজকে চিহ্ণিত করে। পরে তাকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক বিরোধের জেরে তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, স্থানীয়দের ভাষ্য দিয়ে পুলিশের একটি সূত্র জানায়, চাঁদনীর স্বামী সবুজ মাদকাসক্ত ছিলেন। তিনি প্রায়ই চাঁদনীকে মারধর করতেন। ঝগড়া সইতে না পেরে চাঁদনী কিছুদিন আগে তার আত্মীয়ের বাসায় চলে যান। এরপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠে সবুজ। শনিবার বিকেলে কারখানার কাজ শেষে বাসায় ফেরার পথে চাঁদনীকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সবুজ। স্থানীয়রা চাঁদনীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এমআই