প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, কোনো ক্ষেত্রেই বা কোনো খাতেই সংস্কার কার্যক্রম স্থায়িত্ব পাবে না, যদি বিচার বিভাগের সংস্কার না হয়। বিচার বিভাগের সংস্কার কথাটা এখন সংস্কারের প্রতিশব্দ হয়ে গেছে। সেই সংস্কারের বার্তা পৌঁছে দিতে, দেশের প্রতিটি বিভাগে যাচ্ছি ও বিচারকদের সঙ্গে কথা বলছি। গতকাল দুপুরে হাকিমপুর মহিলা কলেজে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি আরও বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর বিচার বিভাগের অবকাঠামোগত ও সাংবিধানিক একটি সুদূরপ্রসারী সংস্কারের প্রস্তাবনা জাতির সামনে তুলে ধরেছিলাম। সেই সংস্কার প্রস্তাবনার মধ্যে যতগুলো আমার উদ্দেশ্য ছিল তার অনেকটা হয়েছে। তবে আরও অনেক পথ অতিক্রম করতে হবে। এর মধ্যে কিছুটা দুর্গম পথও রয়েছে।
প্রধান বিচারপতি তার দাদা ও দাদির নামে সৈয়দ জাফর আহমেদ ও তাবসেরুন্নেসা মেমোরিয়াল স্কলারশিপ ফান্ডের অর্থায়নে ১০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টেও রেজিস্ট্রার জেনারেল আজিজ আহম্মেদ ভূঁঞা, আপিল বিভাগের রেজিস্ট্রার হাসানুজ্জামান, প্রধান বিচারপতির একান্ত সচিব শরিফুল আলম ভূঁঞা, দিনাজপুর সিনিয়র জেলা দায়রা জজ আলমগীর কবির প্রমুখ।